শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে বাসের চাপাঁয় অটোরিক্সা চালকসহ ৩ জন নিহত

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারাপাড়া এলাকায় ঢাকা থেকে চট্টগ্রাম গামী  ইউনিক পরিবহন বাসের চাপায় অটোরিকশার চালকসহ ৩ যাত্রীর নিহতের খবর পাওয়া গেছে। আরো ৩ জন যাত্রী আহত হয়েছে।

শুক্রবার ( ১ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে  এ দুর্ঘটনা হয়েছে।

নিহতরা হলেন,  অটোরিকশার চালক কুমিল্লার তিতাস উপজেলার কানাইনগর গ্রামের রানা মিয়া (৩০), অটোরিকশার যাত্রী দাউদকান্দি উপজেলার সরকাপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে সোহেল মিয়া (৩৫) ও অজ্ঞাতনামা পুরুষ (৪০) মারা যান ।
এ দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর গ্রামের ইব্রাহিম খলিল, দাউদকান্দি উপজলার পেন্নাই গ্রামের অহিদুল ইসলাম, মোতালেব হোসেন, নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া গ্রামের কবির হোসেন ও সিরাজুল ইসলাম আহত হন।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, মহাসড়কের বাইরে এ দুর্ঘটনা হয়েছে। কেউ নিহত হওয়ার খবর পাইনি।

দাউদকান্দি থানা পুলিশের ওসি মিজানুর রহমান জানান, এ বিষয়ে কিছু জানি না।

গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক আজমল জানান, আমরা শুনেছি সোহেল নামের একজন ঘটনাস্হলে নিহত হয়েছে।  রানা নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল।  পরে তাকে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়।

আর পড়তে পারেন