শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে বসতঘর খুলে নেয়ার মামলা করে এলাকা ছাড়া ভূক্তভোগীর পরিবার

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৬, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

আদালতে চাঁদাবাজি ও বসতঘর খুলে নেয়ার মামলা করে আসামিদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মোশারফ হোসেন নামে এক ভূক্তভোগী ও তার পরিবার।

ঘটনাটি ঘটেছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার গয়েশপুর গ্রামে বাড়ির জায়গা নিয়ে দুপক্ষের বিরোধ চলছিল। জায়গার দাবীদার মৃত আব্দুর রশিদের ছেলে মোশারফ হোসেন বসতঘর তুলেন। কেনো ঘর তুললেন এনিয়ে প্রতিবেশি সালাউদ্দিন গংরা চাঁদাদাবী করেছেন এমন অভিযোগে ২৫ মে কুমিল্লা বিজ্ঞ সিনিঃ জুডিঃ ম্যাজিঃ ৩নং আমলী আদালতে মামলা করেন মোশারফ হোসেন। কেনো মামলা করলো পরদিন ২৬ মে ভোর ৬টায় বসত ঘরটি খুলে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। ওই সময় মোশারফ হোসেনের স্ত্রী তাকিয়া সুলতানা ৯৯৯ ফোন করলে পুলিশ যাওয়ার আগেই ঘর নিয়ে পালিয়ে যায়। পরদিন ২৭ মে একই আদালতে ঘর খুলে নেয়াসহ হামলার মামলা করেন। দুটি মামলার তদন্তের জন্য ওসি ডিবি কুমিল্লাকে নির্দেশ দিয়েছেন আদালত।

মোশারফ হোসেন বলেন, প্রতিবেশী সালাউদ্দিন গং প্রকাশ্যে সন্ত্রাসী তান্ডব চালিয়ে আমার বসতঘরের ছাউনির টিন, বেড়া, খুটিসহ যাবতীয় মালামাল খুলে নিয়ে গেছে। এর আগেও তারা আমাকে মারধর করেছে। আমি আমার আত্মীয়র বাড়িতে এসে আশ্রয় নিয়েছি। তাদের ভয়ে বাড়িতে ফিরে যেতে পারছি না।

ইউপি চেয়ারম্যান মাসুদ আলম বলেন, ঘর খুলে নেয়ার বিষয়টি আমি শুনেছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল কাুদের বলেন, বিষয়টি আমাদের তদন্ত চলছে, তাই তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।

 

 

আর পড়তে পারেন