শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৭, ২০২১
news-image

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পরিষদগুলো আলাদাভাবে কর্মসূচির আয়োজন করে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ প্রমূখ। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শতকণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, স্বাধীনতার ৫০ বছরে প্রথম উপজেলা পর্যায়ে , বঙ্গবন্ধুর স্মৃতিতে আলোকচিত্র প্রদর্শনী “ দাউদকান্দিতে বঙ্গবন্ধু”, মসজিদে মসজিদে দোয়া, আলোচনা সভা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কণ, কাবাডি ও ক্রিকেট খেলার আয়োজন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পৌরভবন, ইউনিয়ন পরিষদ ভবনগুলো আলোক সজ্জায় সজ্জিতকরণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান আলাদা কর্মসূচি পালন করে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন উপলক্ষে বিকালে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী লিল মিয়ার সভাপতিত্বে দলীয় কার্যালয়ে দোয়া-মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করেন। সন্ধ্যায় ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামীগ সভাপতি মামুন চেয়ারম্যানের নেতৃত্বে মোমবাতি প্রজ্জলন, আলোচনা সভা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুজিব শতবর্ষে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মিছিল করেন।

আর পড়তে পারেন