বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে বই উৎসব পালিত

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১, ২০১৮
news-image

জাকির হোসেন হাজারী :
“ব্ই হোক মোদের সাথি , জ্ঞানার্জনে গড়বো জাতি” “ শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ” স্লোগানের মাধ্যমে উৎসবমূখর পরিবেশে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পালিত হয়েছে পাঠ্য পুস্তক উৎসব।

সকাল সাড়ে ১০টায় দাউদকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর(অবঃ) সুবিদ আলী ভূইয়া এমপি। বছরের প্রথম দিনে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া বর্তমান সরকারের একটি যুগান্তকারী সাফল্য।

এ সাফল্য একমাত্র শেখ হাসিনার দক্ষতার জন্যই সম্ভব হয়েছে। তাই এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে সহযোগিতা করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেজর(অবঃ) সুবিদ আলী ভূইয়ার সহধর্মিনী মিসেস মাহমুদা ভ্ইূয়া, উপজেলা আ’লীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ সেলিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ^াস, মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম উপজেলা শ্রমিকলীগ সভাপতি রকিব উদ্দিন রকিব প্রমূখ।

নতুন বছরের শুরুতে দাউকান্দি উপজেলার ১৪৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ২১৬টি কিন্ডার গার্ডেন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের হাতে উৎসবের মাধ্যমে নতুন বই তুলে দেয়া হয়।

 

 

আর পড়তে পারেন