বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে প্রান্তিক কৃষকের ধান কেটে মাড়াই করে দিলো ব্যারিষ্টার নাইমের নেতাকর্মীরা

আজকের কুমিল্লা ডট কম :
মে ৮, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় কৃষকের ধান কেটে মাড়াই করে দিলো ব্যারিষ্টার নাইম হাসান সমর্থিত আ’লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে আজকে দাউদকান্দি আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রান্তিক কৃষকের ধান কেটে মাড়াই করে দেয় বলে তারা জানায়।

শুক্রবার দাউদকান্দি পৌরসভার তুজারভাঙার বাসিন্দা কৃষক সুজন জানান, ” আমার ধান পাকার পর কয়েকদিন ধরে শ্রমিক সংকটে ভুগছিলাম । আজকে আ.লীগের নেতা-কর্মী ভাইয়েরা আমার ২ বিঘা ধান কেটে মাড়াই করে দেওয়াতে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

আজ শুক্রবার দুপুরে এ ধান কাটার কর্মসূচি শুরু হয়। বিশেষ সূত্রে যানা যায় এই কর্মসূচি পুরো উপজেলায় চলমান থাকবে। এতে অংশগ্রহণ করেন সাবেক উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মামুন আহম্মেদ, নজরুল, জাকির, জামাল,বিল্লাল, শরিফ, মহিউদ্দিন ,রতন,শেখ ফরিদ, সামছু ও আকতারসহ শতাধিক নেতা-কর্মী।

আর পড়তে পারেন