শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে পিকনিকের বাস খাদে পড়ে ১০ শিক্ষার্থী আহত

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৪, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকাগামী একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নের দৌলতপুর নামক স্থানে এ দুঘর্টনা ঘটে।

আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বাৎসরিক পিকনিক করতে কুমিল্লা বার্ডে আসে। পিকনিক শেষে ঢাকা ফেরার পথে দাউদকান্দির দৌলতপুর নামকস্থানে গাড়ি বহরের নবম শ্রেণির ৫২ জন শিক্ষার্থী বহন করা একটি বাস (কিশোরগঞ্জ-ব-১১-০০০৪) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ সময় ১০ জন আহত হয়।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফয়েজ আহাম্মেদ বলেন, আহত শিক্ষার্থীদেরকে উদ্ধার করা হয়েছে।

কুমিল্লা ইলিয়টগঞ্জ পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক জীবন মিয়া জানান, খাদে পড়া বাসটিকে উদ্ধার করা হয়েছে। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা করিয়ে তাদের স্বজনরা নিয়ে গেছে। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

আর পড়তে পারেন