শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে দলীয় মনোনয়নের দাবীতে আ’লীগের পৃথক জনসভা ও মিছিল

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৮, ২০২০
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে আ’লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার টোল প্লাজা এবং মাইজপারায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে উভয় সমাবেশস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা যায়।

জানা যায়, আগামী জুন মাসে দাউদকান্দি উপজেলা পরিষদের মেয়াদ শেষ হবে। সেই হিসেবে চলতি মাসের শেষদিকে দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্র জানায়। উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান এমপিপুত্র মেজর মোহাম্মদ আলী ও কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাবকে শিল্প বিষয়ক সম্পাদক বশিরুল আলম মিয়াজীকে নিয়ে স্থানীয় আ’লীগ নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। মেজর মোহাম্মদ আলীর পক্ষে দাউদকান্দি টোল প্লাজায় সমাবেশের আয়োজন করে উপজেলা যুবলীগ। এতে উপজেলা আ’লীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী লিল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাবেক সভাপতি আব্দুল আওয়াল সরকার। উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক বাসুদেব ঘোষ, জেলা শ্রমীকলীগ সভাপতি রকিব উদ্দিন রকিব, ছাত্রলীগ সভাপতি তারিকুল ইসলাম নয়ন, ইউপি চেয়ারম্যান মইন চৌধুরী, খলিল তালুকদার, জসিম প্রধান, নুরুল ইসলাম প্রমূখ।

বশিরুল আলম মিয়াজীর পক্ষে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন সিকদারের বাড়ি মাইজ পাড়ায় মিলাদের আয়োজন হলেও পরে জনসভায় পরিনত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আব্দুস সবুর। উপস্থিত ছিলেন হামদার্দ বিশ্ববিদ্যালয়ের ভিসি আধ্যাপক আব্দুল মান্নান জয়, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাবেক দপ্তর সম্পাদক সালেহ আহম্মদ টুটুল, জেলা আ’লীগের মহিলা সম্পাদক পারুল আক্তার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল, ভিপি সালাউদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক জাকির নেওয়াজ সোহেল, আসলাম মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাজাহান খন্দকার, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, মনির তালুকদার প্রমূখ।

বশিরুল আলম মিয়াজী বলেন, এমপি এবং উপজেলা চেয়ারম্যান বাপ-ছেলে হওয়ায় গত পাচঁ বছরে দাউদকান্দির মানুষ অনেক নির্যাতন সহ্য করেছে। আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ এখন পরিবর্তন চায়। তারা এমপি এবং উপজেলা চেয়ারম্যান একঘরে দেখতে চায়না। পরিবর্তনের জন্যই নেতাকর্মীরা আমাকে মাঠে নামিয়েছে। আশা করি দলীয় মনোনয়ন আমিই পাবো।

আর পড়তে পারেন