শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচি পালিত

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৮, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

মুক্তিযুদ্ধে ৩০লাখ শহিদদের স্বরণে সারাদেশে ৩০লাখ বৃক্ষরোপন কর্মসূচির প্রেক্ষিতে কুমিল্লার দাউদকান্দিতে বৃক্ষরোপন অভিযান-১৮ উদ্বোধন।

বুধবার (১৮ জুলাই)বেলা ১১টায় দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জলপাই গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।

দাউদকান্দি উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগের আয়োজনে নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান এর নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, একাডেমিক সুপারভাইজার নাজমুন নাহার, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি রকিব উদ্দিন রকিব, দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, উপজেলা প্রজন্মলীগ সভাপতি সোহেল রানা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মেহেদি হাসান টিপু, জাকির হোসেন মুন্সি ও সেলিম সরকার প্রমূখ। পরে শিক্ষার্থীদের মাঝে কয়েক শতাধিক ফলদ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়।

আর পড়তে পারেন