বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে জমি নিয়ে বিরোধে গৃহবধুকে হত্যার অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১১, ২০২০
news-image

 

জাকির হোসেন হাজারী:
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার(১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের  ব্রাম্মনদিয়া  গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধু ওই গ্রামের মোখলেস তালুকদারের স্ত্রী শাহানারা বেগম(৫৫)। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

নিহতের মেয়ের জামাই মামুন ভূইয়া বলেন, প্রতিবেশী কাদের গংদের সাথে বাড়ির সীমানা এবং জমি নিয়ে অনেক দিন যাবৎ বিরোধ চলছে। আজ সন্ধ্যায় তারা আমার শশুরের উপর হামলা করে। শশুরকে বাচাতে গিয়েই তিনি (শাশুরি) মারা যান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওই ওয়ার্ডের মহিলা মেম্বার নিলুফা সুলতানা জানান, জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় স্বামী মোখলেস মিয়াকে মারধর করছে, শুনে শাহানার দৌড়ে বাঁচাতে গেলে কাদের মিয়া তাকে থাপ্পর দিলে অজ্ঞান হয়ে মারা যায়। কাদের মিয়া এবং নিহত শাহানারা পরস্পর আত্মীয় হয়।

দাউদকান্দি মডেল থানার এস আই এমদাদুল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি জমি সংক্রান্ত বিরোধে মারামারির ঘটনায় গৃহবধু নিহত হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে বিস্তারিত জানা যাবে। আর ঘটনার পর প্রতিপক্ষের লোকজন পালিয়ে গেছে।

আর পড়তে পারেন