বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে খাল কাটা শুরু করেছে উপজেলা প্রশাসন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৪, ২০২০
news-image

 

জাকির হোসেন হাজারীঃ
কুমিল্লার দাউদকান্দিতে কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে খাল খনন করে পানি নিষ্কাশন কাজের উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন।

বুধবার দুপুরে উপজেলার সুন্দুলপুর ইউনিয়নের সুন্দুলপুর-গয়েশপুর মৌজায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান এ খনন কর্মসূচির উদ্বোধন করেন। এসময় ইউপি চেয়ারম্যান মাসুদ আলম ও ভূক্তভোগী শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

ভূক্তভোগী কৃষক মনির হোসেন, বাদশা মিয়াজী, মোজাম্মেল, রাসেল সরকার জানান, গত দশ বছর যাবৎ আমরা জমিতে কোন ফসল ফলাতে পারছিনা। কারন হলো অপরিকল্পিত ভাবে বাড়ী এবং পুকুর করায় পানি নিস্কাসনে বাধার সৃষ্টি হয়েছে। এতে একদিকে বর্ষার পানি দীর্ঘসময় আটকে থাকে, আবার বৃষ্টির পানিতে জলাবদ্ধতা লেগে থাকে। তাই আমরা শতাধিক জমির মালিকরা ছয় মাস আগে খাল বা নালা কাটার জন্য চেয়ারম্যানের কাছে দরখাস্ত করেছি। এখন খাল কাটার কাজ শুরু করায় আমরা খুশি।

চেয়ারম্যান মাসুদ আলম জানান, সুন্দুলপুর-গয়েশপুর মৌজার পাঁচ গ্রামের প্রায় সাড়ে চার হাজার একর অনাবাদি জমির মালিকদের আবেদনের প্রেক্ষিতে এবং তাদের কষ্ট ও দুর্ভোগের কথা চিন্তা করে জলাবদ্ধতা নিরসনে নিজস্ব তহবিল থেকে পানি নিস্কাসনে খাল কাটার কাজ শুরু করেছি। খালটি সুন্দুলপুর – গয়েশপুর দুই মৌজার সীমানা দিয়ে কাটা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান বলেন, কৃষকদের দাবী প্রেক্ষিতে খাল কাটা হচ্ছে। আর মূলত এটা খাল না ছয় ফুট প্রস্থ প্রায় দেড় কিলোমিটার নালা কেটে পানি উন্নয়ন বোর্ডের সুন্দুলপুর সেচ প্রকল্প নামে খালের সাথে সংযোগ করা হবে। এটি সম্পন্ন হলে এখানকার প্রায় সাড়ে চার হাজার একর কৃষি জমি আর অনাবাদি থাকবে না , কৃষকরাও আর বেকার থাকবে না।

আর পড়তে পারেন