বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে কলেজ ছাত্রের পানিতে ডুবে মৃত্যু, উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভাংচুর

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৮, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জুরানপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র
ইয়ামিন ভূইয়া (১৮) পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় গৌরীপুর
স্বাস্থ্যকমপ্লেক্স ভাংচুর করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় তিনজন
শিক্ষার্থীকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে জুরান কলেজের পুকুরে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
হয়। এরপরই হাসপাতাল ভাংচুরের ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন ভূইয়া গৌরিপুর পশ্চিম বাজার এলাকার আমির হোসেন ভূইয়ার ছেলে।
ইয়ামিন ভূইয়া জুরানপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে জুরান কলেজের পুকুরের পানিতে পড়ে ইয়ামিন
ভূইয়ার মৃত্যু হয়। তার সাথের বন্ধুরা ইয়ামিনকে গৌরিপুর হাসপাতালে নিয়ে
আসলে কর্তব্যরত চিকিৎসক আল আমিন মিয়াজি শিক্ষার্থীকে মৃত ঘোষনা করেন এবং
মৃত্যুটি সন্দেহমূলক বলে পুলিশকে খবর দেয়।

এ সময় নিহতের সাথে আসা লোকজন মৃত্যুর বিষয়টি পুনরায় যাচাই করার জন্য
বেসরকারী হাসপাতাল মুক্তি মেডিকেল ও শাপলা হাসপাতালে ইয়ামিনকে নিয়ে যায়।
ওই দুই হাসপাতালও ইয়ামিনকে মৃত ঘোষণা করার পরই শিক্ষার্থীরা গৌরীপুর
হাসপাতালে গিয়ে ভাংচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কলেজের
৩ জন ছাত্রকে আটক করে।

এদিকে ভাংচুরের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা পরিষদ
চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন,
সহকারী পুলিশ সুপার মহিদুল ইসলাম, স্থানীয় চেয়ারম্যান আবুল হাসেম সরকার।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন তাৎক্ষনিক চিকিৎসা সেবা
যাতে ব্যহত না হয় সে জন্য ভাংচুরকৃত চেয়ার টেবিল ও জানালার কাচ
পুনঃস্থাপনের ব্যবস্থা করেন।

এঘটনায় সহকারী কমিশনার (ভূমি) অরবিন্ধ রায়কে আহবায়ক এবং উপজেলা যুব
উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম ও প্রাণী সম্পদ অফিসার আমিনুল ইসলামকে নিয়ে
তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান,
একজন শিক্ষার্থী মারা গেছে। পরে হাসপাতাল ভাংচুর হয়েছে। তিনজন শিক্ষার্থী
আটকের বিষয়ে ওসি মিজান জানান, এদেরকে আপাতত আটক বলা যাবে না। বিষয়টি নিয়ে
আমরা দেখছি। পরে জানাবো।

আর পড়তে পারেন