শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে এসএসসি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ৩৭ জন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২, ২০১৯
news-image

 

জাকির হোসেন হাজারিঃ
দাউদকান্দিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এসএসসি) ও সমমানের পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১০টি কেন্দ্রে ৬৩০৮জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৩৭ জন। এর মধ্যে ৬টি বিদ্যালয়ে কেন্দ্রে ১৫, ৩টি মাদ্রাসা কেন্দ্রে ২১ এবং ভোকেশনাল কেন্দ্রে ১জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। তবে কোথাও কোন অপ্রিতীকর বা অসুধপায় অবলম্বনের খবর পাওয়া যায়নি।

গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মোঃ সেলিম মিয়া বলেন, পরীক্ষায় নকলের কোন সুযোগ নেই। প্রাচীর ঘেরা কেন্দ্র এবং আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকায় সবসময় শান্তি পূর্ণ পরিবেশ বজায় থাকবে ইনশাল্লাহ।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব আলম জানান, প্রথমদিনের পরীক্ষা শান্তিপুর্ণভাবে অনুষ্টিত হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলোও শান্তিপূর্ণ ভাবে এবং নকলমুক্ত পরিবেশে অনুষ্টিত হবে বলে আশা রাখি।

আর পড়তে পারেন