বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৭, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান এর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকালে স্থানীয় সাংবাদিকদের নিকট তিনি এ অভিযোগ করেন।

জানা যায়, কয়েকদিন আগে ওই পরিষদের কয়েকজন সদস্য বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন। মুজিবুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর গত ৩০ মাস সদস্যদের সম্মানী ভাতা পরিশোধ না করা, নিয়মিত মাসিক সভা না করা, বয়স্ক ও বিধবা ভাতার কার্ড ইচ্ছেমতো বন্টন করেছেন বলে ওই অভিযোগ সূত্রে জানা যায়। এসব অভিযোগ অস্বীকার করে মুজিব চেয়ারম্যান স্থানীয় সাংবাদিকদের জানান, আমি নির্বাচিত হওয়ার পর থেকে আমার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে একটি মহল। আমি যেন উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় না যাওয়ার জন্য বিভিন্ন হুমকি ধমকি দেয়া হতো। পরে আমি হাইকোর্টে আবেদন করে পুলিশ পাহারায় সভায় অংশগ্রহণ করেছি। এখানে ব্যর্থ হয়ে আমার পরিষদের কয়েকজন সদস্য দিয়ে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করিয়েছে। চেয়ারম্যান পরিষদের সভার কার্যবিবরণীর খাতা এবং সদস্যদের স্বাক্ষরিত বেতন উত্তোলনকৃত কার্যবিবরণীবহি সাংবাদিকদের দেখিয়ে বলেন, সদস্যদের বেতন দেয়া হয় ট্যাক্সের টাকা থেকে। ট্যাক্স না তুললে আমি দিবো কই থেককা। তাদেরকে ট্যাক্স আদায় করতে বললে জনগণের সাথে সম্পর্ক খারাপ করে ট্যাক্স তুলতে পারবে না বলে সদস্যরা আমাকে জানিয়ে দেয় তাই তাদের বেতনও দিতে পারছি না ।

আর পড়তে পারেন