শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে ইউএনও’র হস্তক্ষেপে অবরুদ্ধ মুক্ত হলেন ৪ পরিবার

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৬, ২০২১
news-image

 

জাকির হোসেন হাজারী:
কুমিল্লার দাউদকান্দিতে সীমানা নিয়ে বিরোধের জেরে অবসর চার পরিবারের চলার পথ বন্ধ করে অবরুদ্ধ করে রাখেন প্রতিবেশিরা।

তিনদিন অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্তি পান ওই চার পরিবার।

জানা যায়, উপজেলার মারুকা ইউনিয়নের ধনেস্বর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল ইসলাম মীরের সাথে চাচাত ভাই প্রবাসী বাবুল মীরদের বাড়ীর সীমানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। বিরোধকে কেন্দ্র করে গত শনিবার বাবুলের স্ত্রী নুরুল ইসলামদের চলাচলের পথে বেড়া দিয়ে বন্ধ করে দেয়। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান ঘটনাস্থলে গেলে তিনদিন পর অবরুদ্ধ থেকে মুক্তি পান নুরুল ইসলাওে পরিবার। পরে তিনি স্থানীয় চেয়ারম্যান খলিল তালুকদার, পাশের দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মঈন চৌধুরী ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবু তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষের কথা শুনেন এবং আগামী ১৫ দিনের মধ্যে স্থানীয়দের নিয়ে সীমানা বিরোধ সমাধানের জন্য ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেন।

আর পড়তে পারেন