শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে আগুনে পুড়ে ছাই হলো ৮টি দোকান

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১২, ২০২০
news-image

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে আগুন লেগে আটটি দোকান পুড়ে গেছে। বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে এ আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবী।

শনিবার (১১ এপ্রিল) রাতে উপজেলার শহিদনগর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেসন অফিসার ফয়েজ আহম্মেদ জানান, রাত ২.২৫মিনিটে অগ্নিকান্ডের খবর পাওয়ার ৫ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে যাই। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হই।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ভাই বোন ডিপার্টমেন্টাল স্টোরের মালিক বিল্লাল হোসেন ও তারেক কনফেকশনারীর মালিক তৌহিদুর রহমান বলেন, ব্যাংক এনজিওর লোন নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। করোনার প্রভাবে এমনিই বিক্রি কম। আগুনে আমাদের দু’টি দোকানে প্রায় চল্লিশ লাখ টাকার মালামাল সব পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (১২ এপ্রিল) সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদ আলম আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত ৭/৮টি দোকান মালিকের নামের তালিকা উপজেলা ত্রাণ কর্মকর্তার নিকট দেয়া হয়েছে।

আর পড়তে পারেন