শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে অগ্নিকান্ডে ১৫টি দোকান পুড়ে ছাই॥ ক্ষতির পরিমান প্রায় ৩০লাখ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২২, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দাউদকান্দিতে অগ্নিকান্ডে ক্ষুদ্র ব্যবসায়ীদের ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার রাত পৌনে ৩টায় উপজেলার গৌরীপুর মোড়ে দাউদকান্দি প্রেসক্লাবের পাশে এ অগ্নিকা্েন্ডর ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ব্যবসায়ীরা। তবে সবকটি দোকানই ক্ষুদ্র ব্যবসায়ীর। আগুন নিভাতে গিয়ে নাজমুল নামে এক যুবক আহত হয়েছেন। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস ছুটে গেলেও ততক্ষনে আগুনের লেলিহান শিখার ভয়াবহতা ছড়াতে থাকে দোকানগুলিতে। তবে ফায়ার সার্ভিস কর্মীদের আপ্রান চেষ্টায় আগুন নিভলেও ১৪টি দোকান সম্পূর্ন পুড়ে ছাই যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারনা মানুষের।

তাকওয়া কনফেকশনারীর চুক্তিভিত্তিক মালিক কবির হোসেন বলেন, দুই মাস আগে তাকওয়ার মালিক থেকে মালামালসহ চুক্তিতে দোকানটি শুরু করি। তিনদিন আগে ধার কওে ২ লাখ টাকার মালামাল তুলি । বিড়াপান দোকানী সোহেল এনজিও থেকে একলাখ টাকা ঋণ নিয়েছেন কয়েকদি আগে। আজ আগুনে আমাদের সব শেষ করে দিয়েছে। পুড়ে যাওয়া সবকটি দোকান ঘরের মালিক কবির আলী বলেন, এগুলোর ভাড়ার টাকায় ছেলে মেয়ে নিয়ে কোন রকমে জীবন যাপন করতাম।

আর পড়তে পারেন