বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্রিপুরায় বাংলাদেশ-ভারত সম্মেলনে গেলেন কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপার

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৪, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

ভারতের ত্রিপুরায় আগামী ০৫-০৬ ফ্রেবুয়ারি  বাংলাদেশ-ভারত জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সম্মেলন (ক্লাস্টার-৫ ও ক্লাস্টার-৬) এ অংশগ্রহণের উদ্দেশ্যে কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা ডিএসবির অতিঃ পুলিশ সুপার আজিম উল আহসান আখাউড়া সীমান্তে পৌছলে ভারতের পশ্চিম ত্রিপুরার জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর ভারতের টিম লিডার তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

ক্লাস্টার-৫ এ বাংলাদেশের ৪টি জেলার সাথে ভারতের ৩টি জেলার সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের জেলাগুলো হলো কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার। কুমিল্লার জেলাপ্রশাসক টিম লিডার হিসেবে নেতৃত্ব দেন।

এতে বাংলাদেশের হয়ে ৪টি জেলার জেলাপ্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কাস্টমস এর কমিশনার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালকগণ ভারতে প্রবেশ করেন।

আর পড়তে পারেন