বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তোমার নামেই ফোটে ফুল

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৬, ২০১৯
news-image

 

মোঃ নাসির হোসেনঃ

এই দুচোখ খুবই ছোট
কয়ফোঁটা জলভারী তাতে ধরে,
তাইতো আমি কাঁদি না
অশ্রুরাশি রেখেছি সাগরে।

কতোটুকুই বা জানি বলো
তাই তো লিখিনা ইতিহাস,
তোমাকে লিখতে পারে
শুধু এই অনন্ত আকাশ।

হে নেতা, তোমার নামে ফোটে
বাংলায় বিশুদ্ধ গোলাপ।

তোমার হাসিতেই ভরে ওঠে
এই বাংলার পথ ঘাট আর শত স্বপ্নিল,
কৃষকের মুছে যায় শতো চোখের জল।

তোমার নামেই যেন থরথর
করে কাপে শকুনদের চিবুক
গর্বে ফুলে ওঠে আমাদের বুক।

তুমি দিয়েছো সাহস
জুগিয়েছো লড়ার শক্তি
দিয়েছো বহু কল্পনা,
তাইতো এঁকেছি শত স্বপ্নবুনা।

হে নেতা তুমিইতো শিখিয়েছো
কীভাবে বীর বেশে বেঁচে থাকতে হয়,
দামাল ছেলেদের বানিয়েছো লড়াকু।

তুমি সয়েছো শত অত্যাচার,
লড়েছো, যেথায় হয়েছে ব্যভিচার।

হে ইতিহাসের মহান নেতা,
তোমার বাণীতেই স্তব্ধ হয়েছিল
ইয়াহিয়ার জানোয়ারের মতো মুখ
আমরা পেয়েছিলাম বহু সুখ।

তাই আজ উচ্চস্বরে বাঙালিরা বলতে পারি,
“ম্যান্ডেলা বলো, গান্ধীজি বলো,
লিংকন বলো ভাই,
তাদের চেয়ে শ্রেষ্ঠ মুজিব
তোমার তুলনা নাই।”

-শিক্ষার্থীঃ কুমিল্লা অজিতগুহ কলেজ।

আর পড়তে পারেন