মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তৈল তত্ত্ব

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৩, ২০১৭
news-image

ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীঃ
নিজস্ব সুবিধা আদায়ের লক্ষ্যে মানুষ যুগে যুগে তৈল মর্দন করে গেছে তার প্রভু বা মনিবকে। আর মানুষ তৈলমর্দনকারীকেও পছন্দ করে। মানুষ বরাবরই আরামপ্রিয়। কাপড় উচিয়ে পিঠ পেতে দেয় নে বাবা যত পারো চুলকাও। কুকুর বা বিড়ালের শরীর চুলকাতে থাকলে দেখবেন পিঠ পেতে দেয় চুলকানোর জন্য। এখন সুবিধা লাভের পাশাপাশি মানুষ ভয়েও অগ্রহণযোগ্য বা অপছন্দের নেতাকে তৈলমর্দন শুরু করে দিয়েছে। যা নিয়ে আজকের লেখার প্রয়াস।
স্বাধীনতা পরবর্তীতে নেতার নেতৃত্বকে নিরংকুশ করার জন্য কখনোই বিকল্প নেতৃত্ব সৃষ্টি করে নাই। যারাই নেতৃত্ব লাভের সুযোগ তৈরি করার চেষ্টা করেছে তাদেরকে হেন কোন অশুভ পন্থা বাদ রাখেনি, হেনস্তা বা কোনঠাসা করার অথবা সমাজচ্যুত করার জন্য। নিরুপায় হয়ে নক্ষত্র হওয়ার পরিবর্তে ভিক্ষুক হয়ে অথবা লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে হারিয়ে গেছে কালের গহবরে। শীর্ষ নেতাগন এ সুযোগকে কাজে লাগিয়ে উপজেলার প্রথম ও দ্বিতীয় সারির নেতা বা কর্মীরা যেন ক্ষেত্র বিশেষে সুবিধা ভোগ করতে পারে, এই সুবিধা রেখেই একনায়কতন্ত্র চালিয়ে যাচ্ছে। মানুষকে ভীতু করার সমস্ত প্রক্রিয়া সফলভাবে চালিয়েছে। পারিবারিক সমস্যা বা অজ পাড়াগায়ের অন্য কোন বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে বিরোধীয় মানুষগুলোকে একটি পক্ষ ও প্রতিপক্ষ সৃষ্টি করে মামলা মোকদ্দমার উৎসাহ দিতে থাকে। এতে সমাজে মধ্যম সারির নেতাদেরকে অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ফলশ্রুতিতে দেখা দিয়েছে বিরোধীয় পক্ষরা নেতা পাতি নেতা ম্যানেজ করার অপচেষ্টা করে গেছে । এতে করেই অনিচ্ছা সত্ত্বেও তৈলমর্দন প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এরই মাঝে উপজেলার শীর্ষস্থানীয় নেতার অনুসারীর তৈলমর্দনকারির তালিকা তৈরি হতে থাকে। তৈলমর্দনকারির লোক বা নেতাদের দিয়ে বদলি, নিয়োগ, মাদক কেনাবেচা, মাদকসেবী তৈরি, টেন্ডারবাজি, সামাজিক বিচার এমনকি মানুষের দাম্পত্য জীবন নিয়ন্ত্রণ করে থাকে। আর এভাবেই সৃষ্টি হয়ে যায় একনায়কতন্ত্র। ফলে চলতেই থাকবে একনায়কতন্ত্র যতক্ষন না পর্যন্ত বিকল্প নেতৃত্ব সৃষ্টি হবে।
জন প্রতিনিধি হতে গিয়ে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েই করুক কিংবা স্বতন্ত্র প্রার্থী হয়েই করুক তারা মূলত নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় প্রার্থী হয়ে থাকে। নির্বাচনী বৈতরণী পার হলে বা ফেল করলেও বিদ্রোহীরা শীর্ষ নেতার লোক হয়ে পা চাটা কুকুরের মত গোলামী করতে থাকে। যার কারনে সাধারন ভোটার এবং সমাজ সচেতন নিরপেক্ষ ভোটাররা বিদ্রোহীদের ভোট দিয়ে নির্বাচনী বৈতরণী পার করে দিতে আস্থা পাচ্ছেনা। ধরেই নিচ্ছে বিদ্রোহীরা ক্রমাগতভাবে নিজেদেরকে ক্ষমতাধরদের পদতলে সমর্পণ করবেই । বিদ্রোহীদের বহিষ্কারের নাটক সাজানো, জনগনকে বোকা বানানো, বিদ্রোহীদের উস্কানি দিয়ে প্রার্থী করানো এটা একটা রাজনৈতিক কৌশল অর্থাৎ সবাইকে পকেটে রাখা। অর্থাৎ তৈরি হয়ে গেল সমাজের প্রতিটি জায়গায় পকেট কমিটি। বিদ্রোহীদের সাথে উল্লেখিত ব্যক্তিরা যোগাযোগ রাখে অথবা প্রকাশ্যেই সাথে করে নিয়ে চলাফেরা করে এই বলে যে দলমত নির্বিশেষে তোমরা যেই নির্বাচনে পাশ করে আসবে সেই শীর্ষ নেতার লোক। বিদ্রোহীরাও প্রতিনিয়ত ক্ষমতাধরদের সাথে যোগাযোগ রেখেই চলেছে। বিদ্রোহীদের নৈতিকতা যে আছে সেটা প্রমানে বারবার ব্যর্থ হয়েছে। যার ফলে সাধারণ মানুষের আস্থা রাজনীতি বিমুখ হয়ে তৈলমর্দন প্রতিযোগিতায় সামিল হচ্ছে যা সমাজের বা দেশের জন্য ক্ষতিকর।
লেখক- ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী
আইনজীবি-বাংলাদেশ সুপ্রীম কোর্ট

আর পড়তে পারেন