শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তেলের উৎপাদন বাড়াতে রাজি হয়েছেন সৌদি বাদশাহ: ট্রাম্প

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১, ২০১৮
news-image
ডেস্ক রিপোর্ট :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সংকট কাটাতে তেলের উৎপাদন বাড়াতে রাজি হয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। গতকাল শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প এই তথ্য জানান। ইরান এবং ভেনিজুয়েলা তেলের উৎপাদন কমে দেওয়ায় তেলের সংকট বাড়ে। খবর টাইমস অব ইন্ডিয়ার
প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল ভোরে এক টুইটার বার্তায় জানান, কিছুক্ষণ আগেই সৌদি আরবের বাদশাহের সঙ্গে টেলিফোন আলাপ হয়েছে। তাকে পরিস্থিতি ব্যাখ্যা করেছি। ইরান এবং ভেনিজুয়েলার বিষয়টিও বলেছি। বাদশাহ তেলের উত্পাদন ২০ লাখ ব্যারেল বাড়াতে সম্মত হয়েছেন। কারণ তেলের দাম বেড়ে গেছে।
তিনি বলেন, সৌদি আরব তেলের উত্পাদন বাড়ালে সংকট থাকবে না। তবে ২০ লাখ ব্যারেল দিনে না মাসে উত্পাদন হবে সেই বিষয়ে কিছু স্পষ্ট করে বলেননি ট্রাম্প।
যুক্তরাষ্ট্র ইরান থেকে ক্রুড তেল আমদানি করতে নিষেধাজ্ঞা দিয়েছে। এরপরই বিশ্বে তেলের সংকট বেড়ে যায়। আর ভেনিজুয়েলার সঙ্গেও মার্কিন সম্পর্ক ভাল নয়। গতকাল ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প এবং সৌদি বাদশাহ সালমান সংকটকালে তেলের বাজার স্থিতিশীল রাখতে ঐকমত্যে পৌঁছান। তবে সৌদি আরবের সরকার এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আর পড়তে পারেন