শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

তুমি এসো -নাসরিন বিনতে হাবীব

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৭, ২০১৮

 

 

 

বর্ষার রিমঝিম বৃষ্টিতে
ভাদ্রের খাঁ খাঁ রোদ্দুরে
যে কোনো সময় এসো।
লাল সূর্যের আভার সাথে এসো,
কি করে কাটছে আমার
ভর দুপুর, পড়ন্ত বিকেলে
কি সব আবোল তাবোল ভাবি,
কাকে বলি ঘুরে ফিরি পাড়া ময়
জেগে কাটাই সারা রাত……
আমার না বলা কথাগুলো
জোনাক পোকার মতো
কাঁচের বয়ামে ভরে রেখেছি।
দীঘির জলে পা ডুবিয়ে বসে থাকি,
সন্ধ্যের কালো ছায়া পড়ে
স্বচ্ছ জলের ভাঁজে……
এর চেয়ে সুন্দর আর কিছু
নেই, যখন আমি সূর্যের সাথে
জেগে উঠি, পাখির সাথে
কিচিরমিচির করি।
তুমি এসো, আমার সব জমানো
কথারা ঘুরে বেড়ায়—–
প্রজাপতির মতো ওড়াওড়ি
করে মাঝ রাত্তিরে,
তুমি এসো। কথারা না হয়
রইবে পড়ে জলের ধারে।।

আর পড়তে পারেন