বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তিতাসে সরকারি নির্দেশনা না মানায় ৯ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৬, ২০২১
news-image

 

তাসীন তিহামী , তিতাস সংবাদদাতা:

কুমিল্লার তিতাসে লকডাউনের তৃতীয় দিনে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা এবং মাস্ক ব্যবহার না করায় শুক্রবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বাতাকান্দি বাজার ও উপজেলা সদর কড়িকান্দি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা  রাশেদা আক্তার। এসময় সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ও মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার  রাশেদা আক্তার বলেন, ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে প্রতিদিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে।

আর পড়তে পারেন