বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

তাম্রযুগে কুকুরের পাশাপাশি শিয়ালও ছিল গৃহপালিত পশু

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৬, ২০১৯
news-image

ডেস্ক রিপোর্ট :
খ্রিস্টপূর্ব তৃতীয় ও দ্বিতীয় সহস্রাব্দের মধ্যে মানুষের গৃহপালিত পশু হিসেবে কুকুরের পাশাপাশি শিয়ালও ছিল বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

ওই সময় পোষা প্রাণীদের খাবার আর মালিকদের খাবার একই ছিল। আইবেরিয়ান উপদ্বীপের উত্তর-পূর্বাঞ্চলের ক্যান রোটেকা (বার্সিলোনা) ও মিনফেরির (লেইডা) বিভিন্ন অংশের সমাধিক্ষেত্রে পাওয়া চারটি শিয়াল ও বেশ কিছু কুকুরের জীবাশ্ম থেকে এ দাবি করেছেন বিজ্ঞানীরা।

এ সমাধিগুলো প্রমাণ করে, তাম্রযুগে অন্ত্যেষ্টিক্রিয়ার সাধারণ প্রথার চর্চা ছিল। সেখানে দেখা গেছে, তখন গৃহপালিত প্রাণী ও মানুষকে একসঙ্গে দাফন করার প্রথাও প্রচলিত ছিল।

মজার বিষয় হল যেখানে ভূগর্ভস্থ চেম্বার পাওয়া গেছে সেখানে কুকুর ও কয়েকটি শিয়ালের সঙ্গে মৃত মানুষকে দাফন করা হয়েছে।

সমাধিক্ষেত্রের ওই চেম্বারে বিশেষ ধরনের খাবার পাওয়া গেছে, যা শিয়াল ও কুকুরের জন্য নির্ধারিত। প্রতœতাত্ত্বিক ও নৃবিদ্যাগত গবেষণায় মালিকদের খাবারের সঙ্গে সমাহিত প্রাণীদের খাবারের তুলনা করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা।

এতে দেখা যায়, কুকুরের খাবার আর মানুষের খাবার ছিল একই।

আর পড়তে পারেন