বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তাপ ও সভ্যতার বিলাপ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৮, ২০১৯
news-image

মোঃ আবদুর  রহিমঃ

বৈশ্বিক উষ্ণতা বাড়ছে দিনদিন
প্রচন্ড তাপে ধরণী উত্তপ্ত।
তারচেয়েও অধিক উত্তপ্ত আজ
মানুষের মেজাজ।

কি ঝাঁজ ছড়ায় যখন কেউ করে বড়াই
তার শক্তি ও ক্ষমতার।
মায়া মমতার বন্ধন ছিন্ন করে
চলছে কেবল উত্তাপের উলঙ্গ প্রকাশ।

এ তাপে জ্বলছে বন উপবন
পুড়ছে সুরম্য অট্টালিকা, সুশোভিত বিপণিবিতান
এবং ঘিঞ্জি বস্তি।
অথবা কারো সুকোমল হৃদয়।
আজ তাপের প্রতাপ অথবা
প্রতাপের তাপ চারদিকে।
বড় অস্থির সময় চলছে এখন।
স্বস্তির নিঃশ্বাস ফেলার নেই সুযোগ।

উন্মাতাল হয়ে ছুটছে কেউ কেউ
যুক্তিহীন, ভিত্তিহীন অভিযোগে
হামলে পড়ছে সদলবলে
কোন ব্যক্তি, গোষ্ঠী বা দেশের উপর।
সে তাপে ভষ্মিভূত রাখাইন আজ বিরানভূমি।

সে তাপে পুড়ছে ভূস্বর্গ খ্যাত কাশ্মির
শির উচু করে পারছেনা দাঁড়াতে আজও।
প্রতাপের তাপে পুড়ছে ফিলিস্তিন যুগযুগ ধরে।
এতকাল সাঁতরেও পায়না তারা তীর
নীড় হারা পাখি, নেই বাসা, নেই ভালবাসা।
নিজ ভূমেই পরবাস।

একই তাপে জ্বলছে ইয়ামেন, সিরিয়া,ইরাক
অপরিণামদর্শীরা এখন নিশ্চুপ নির্বাক।
ভুলের মাসুল দিতে দিতে নিঃস্ব।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়াচ্ছে
অন্য এক উত্তাপ।
কি যে পরিতাপ।
ভার্সুয়াল জগতটা গুজবে সয়লাব।
জানিনা এতে কার লাভ।
শুনি শুধু সভ্যতার বিলাপ।

মোঃআবদুর রহিম

আর পড়তে পারেন