শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তত্ত্বাবধায়ক সরকার একটি অসাংবিধানিক ব্যবস্থা, এতে ফেরার সুযোগ নেই – আবদুল মতিন খসরু

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৯, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যখন সারা দেশে আলোচনা চলছে , তখনই সরকারি দলের অবস্থান জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে নতুন করে জল্পনা-কল্পনার কিছু নেই।  ‘তত্ত্বাবধায়ক সরকার একটি বিশেষ ব্যবস্থা ছিল। বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থার সৃষ্টি হয়। এটি একটি অসাংবিধানিক ব্যবস্থা। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার চিরতরে কবর রচিত হয়েছে। সাংবিধানিকভাবে এ ব্যবস্থায় আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।’

আর পড়তে পারেন