শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা-চট্টগ্রাম রুটে কুমিল্লা হয়ে বুলেট ট্রেন সার্ভিস চালু হচ্ছে – রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৮, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ
রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, শীঘ্রই ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন সার্ভিস চালু করতে যাচ্ছে সরকার।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে কুমিল্লা মহানগরীর একটি রেস্টুরেন্টে কুমিল্লা আয়কর দাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রেল সেবার মানোন্নয়নে সরকার রেল খাতে ১৬ হাজার কোটি টাকার বেশি বরাদ্ধ দিয়েছে। তারই অংশ হিসেবে রাজধানীতে মেট্রোরেল সার্ভিসের পাশাপাশি এবার ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন সার্ভিস চালু করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতিমধ্যেই সম্ভাব্যতা যাচাই কাজ চলছে। খুব শীঘ্রই তা বাস্তবায়ন শুরু হবে।
অনুষ্ঠানে কুমিল্লার বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ আফজল খানের হাতে কর বাহাদুর পরিবারের সম্মাননা তুলে দেন।
এছাড়া নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাদঁপুর, লক্ষিèপুর জেলার নির্বাচিত সেরা করদাতাসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
৬ জেলায় ৬ জন করবাহাদুরসহ ৫৫ জন শ্রেষ্ঠ করদাতাকে সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার ড. সামস্ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখে বাংলাদেশ বেতার কুমিল্লার আঞ্চলিক পরিচালক মো: আসাদ উল্লাহ।

আর পড়তে পারেন