মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে যানজট কিছুটা কমেছে

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৫, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ
গত মঙ্গলবার থেতে বৃহস্পতিবার রাত পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে অসহনীয় ও দীর্ঘ যানজট শুক্রবার সকালে কিছুটা কমেছে। বর্তমানে মহাসড়কের ঢাকাগামী অংশে দাউদকান্দি উপজেলার গৌরিপুর থেকে বারাপাড়া পর্যন্ত প্রায় ৫ কিঃমিঃ অংশে যানজট রয়েছে। তবে কুমিল্লাগামী অংশে যানজট নেই।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে গোমতী সেতুর ওপর চারটি ট্রাক বিকল হয়ে পড়ায় ওই দিন ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে ট্রাকগুলো সরিয়ে নেওয়া হলেও গাড়ির চাপ বাড়ায় যানজট দূর হয়নি। ফলে মঙ্গলবার থেকে শুরু হওয়া যানজট বৃহস্পতিবার রাত পর্যন্ত অব্যাহত রয়েছে। এই তিন দিন মহাসড়কের দাউদকান্দি অংশে প্রায় ১০-১৫ কি.মি. জুড়ে যানজট ছিল। এছাড়া মুন্সিগঞ্জ গিয়েও যানজটের কবলে পড়ছে যাত্রীবাহি পরিবহন। ফলে কুমিল্লা থেকে ঢাকা পৌছতে প্রায় ১০/১১ ঘন্টা সময় লাগছে।
তবে আজ শুক্রবার ভোর থেকে যানজট কিছুটা কমতে শুরু করেছে। তারপরও কুমিল্লা থেকে ঢাকা যেতে ৫/৬ ঘন্টা লাগছে বলে মহাসড়কে চলাচলরত পরিবহনের যাত্রীরা জানান। দাউদকান্দি টোলপ্লাজায় টোল আদায়ে ধীরগতির কারনে এ যানজট অব্যাহত রয়েছে। টোল আদায়ে হয়রানি বন্ধ হলে এ যানজট হ্রাস পাবে বলে পরিবহন চালকরা জানান।
তবে মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড থেকে ফেনি সীমান্তের মোহাম্মদ আলী পর্যন্ত ৫২ কিলোমিটার অংশে যানজট নেই বলে জানা গেছে।
সকাল পৌণে ১০ টায় মহাসড়কের গজারিয়া এলাকায় যানজটে থাকা বাস যাত্রী মোঃ আলাউদ্দিন জানান, ভোর ৬ টায় কুমিল্লার জাঙ্গালিয়া থেকে রওনা হয়েছি। দাউদকান্দিতে ৩ ঘন্টা যানজটে আটকে ছিলাম। এখন গজারিয়াতে যানজটে আছি ।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, গত তিনদিনের তুলনায় আজ কিছুটা যানজট কমেছে। যানজট নিরসনে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ।

আর পড়তে পারেন