মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বেড়েছে যানবাহনের চাপ

আজকের কুমিল্লা ডট কম :
মে ১১, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বেড়েছে যানবাহনের চাপ। সড়কে যাত্রীবাহী বাস না থাকলেও ট্রাক-ভ্যান-কাভার্ডভ্যানে করে যাত্রীরা যাচ্ছেন গন্তব্যে।

মঙ্গলবার (১১ মে) সকাল থেকেই মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় বাড়ে যানবাহনের চাপ।

টোলপ্লাজা এলাকায় হাইওয়ে পুলিশের চেকপোস্ট বসানোর কারণে থেমে থেমে যানবাহনের জটলা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। ফলে মহাসড়কের গজারিয়া অংশে যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে।

ব্যক্তিগত পরিবহন আর পণ্যবাহী পরিবহনের পরিমাণ হঠাৎ করে বেড়ে যাওয়ায় সেতু এলাকায় থেমে থেমে জটলা তৈরি হচ্ছে। দীর্ঘ যানজট না থাকলেও চট্টগ্রামমুখি যানবাহনগুলো চলছে থেমে থেমে। এছাড়া মহাসড়কের চান্দিনা, ক্যান্টনমেন্ট ও পদুয়ার বাজার এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যানবাহনের সংখ্যা।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক জানান, মহাসড়কে যানবাহনের চাপ আগের তুলনাই কিছুটা বেড়েছে। তবে ঈদ উপলক্ষে সড়কে হাইওয়ে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে বলে তিনি জানান।

আর পড়তে পারেন