বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ডাকসুর কক্ষে হামলার সঙ্গে জড়িত নয় ছাত্রলীগ,দাবি এজিএস সাদ্দামের

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৩, ২০১৯
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) কক্ষে ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন ডাকসু এজিএস সাদ্দাম হোসেন। সোমবার মধুর ক্যান্টিনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

এ সময় সাদ্দাম হোসেন বলেন, হামলার ঘটনায় ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস কিংবা সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের কেউ জড়িত নয়। এটা ছিল ভিপি নুর ও মুক্তিযুদ্ধ মঞ্চের মধ্যকার সংঘর্ষ। এতে ছাত্রলীগের কেউই জড়িত নয়। মিডিয়ায় বিষয়টি অতিরঞ্জিত করা হচ্ছে।

এর আগে, রবিবার দুপুরে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুর ও তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকে ইট-পাটকেল ছোড়াও হয়। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। হামলার জন্য ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চকে দায়ী করেছেন ভিপি নুর।

আর পড়তে পারেন