শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

টানা তিনদিনের মতো কুমিল্লায় ভ্রাম্যমান আদালতের অভিযান: রয়েল কোচ, এশিয়া এয়ারকন, প্রিন্স বাসকে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২০, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

 টানা তিনদিন মতো ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়ে আজ রবিবার কয়েকটি পয়েন্টে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলা প্রশাসন।

এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লা অংশে যানযট মুক্ত ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এবং বাসে অতিরিক্ত ভাড়া আদায়ে অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট। আজ দুপুরে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজল এলাহী এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ টিম নিয়ে ঢাকা চট্রগ্রাম মহাসড়কে চান্দিনা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের তিনটি বাসকে জরিমানা করা হয় এবং যাত্রীদের টাকা ফেরত দেয়া হয় এই সময় মহাসড়কে অবৈধ ভাবে গাড়ী পার্কিং, অতিরিক্ত বোঝায়সহ নানা অনিয়মের অপরাধে একাধিক যানবাহনে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী দৈনিক আজকের কুমিল্লাকে জানান, আসন্ন ঈদকে সামনে রেখে প্রতিদিন গরু বোঝাই ট্রাক যত্রতত্র পার্কিং করছে যার কারণে জনদুর্ভোগ বেড়ে চলেছে। মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আর পড়তে পারেন