শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝাড়ুর লাঠিতে পতাকা উত্তোলনের অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৭, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

ঝাড়ুর লাঠিকে স্ট্যান্ড বানিয়ে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ উঠেছে যশোরের মণিরামপুর সোনালী ব্যাংক লিমিটেডের শাখার বিরুদ্ধে। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে এরম একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ, থানার ওসি রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা গেছে, ইউএনও’র উপস্থিতি টের পেয়ে দ্রুত স্ট্যান্ড পরিবর্তন করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

ঝাড়ুর লাঠিতে জাতীয় পতাকা উত্তোলনের ছবি ফেসবুকে ভাইরাল হলে এলাকায় সমালোচনার ঝড় ওঠে। ব্যাংকের এ শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে শাস্তির দাবি উঠেছে।

বিজয় দিবসে ফুল দেওয়াসহ উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বুধবার ভোর থেকে মানুষ দলে দলে উপজেলা পরিষদ চত্বরে যান। পরিষদের পাশেই সোনালী ব্যাংকের মণিরামপুর শাখা। ঝাড়ুর লাঠিতে পতাকা উত্তোলনের বিষয়টি তখন স্থানীয়দের নজরে আসে। এরপর ব্যাংকের লোগোসহ ঝাড়ুর লাঠিতে জাতীয় পতাকার ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।

তবে ব্যাংক কর্মকর্তার দাবি, স্ট্যান্ডটি নিজেদের সুরক্ষার কাজে ব্যবহৃত জিআই পাইপ। পতাকা উত্তোলন করা নির্ধারিত স্ট্যান্ড রেখে ব্যাংকের আনসার সদস্য জাহাঙ্গীর আলম ভুল করে জিআই পাইপে পতাকা উত্তোলন করেছেন।
ব্যাংকের আনসার সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ‘বিষয়টি আমি বুঝতে পারিনি।’

সোনালী ব্যাংক লিমিটেড মণিরামপুর শাখার ব্যবস্থাপক ফারুকুজ্জামান বলেন, ‘পতাকা উত্তোলনের স্ট্যান্ডটি ঝাড়ুর লাঠি নয়। আমরা পতাকা উত্তোলনের জন্য সাদা স্ট্যান্ড নির্ধারণ করে রেখেছিলাম। আনসার সদস্য ওই স্ট্যান্ডে পতাকা উত্তোলন করতে নির্দেশনাও দেওয়া হয়। সে ভুল করে রঙিন জিআই পাইপে পতাকা উত্তোলন করেছে।’

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। দাঁড়িয়ে থেকে স্ট্যান্ড পরিবর্তন করিয়েছি। তারা যেভাবে পতাকা উত্তোলন করেছে, সেটা ঠিক করেনি। ব্যাংকের ডিজিএমের সঙ্গে কথা বলেছি। দ্রুত মণিরামপুর শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি।’

এই বিষয়ে জানতে চাইলে সোনালী ব্যাংক লিমিটেড যশোর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘স্থানীয় ইউএনও ফোনে আমাকে বিষয়টি জানিয়েছেন। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মণিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, ‘আমরা যখন গেছি, ততক্ষণে পতাকার স্ট্যান্ড পরিবর্তন করা হয়েছে।’

আর পড়তে পারেন