শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

জ্বর নিয়ে কুমিল্লার শিক্ষার্থীর মৃত্যু, বাড়ি লকডাউন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৯, ২০২০
news-image

অনলাইন ডেস্ক :

কুমিল্লার মুরাদনগর উপজেলার বলীঘর গ্রামের রায়হান সরকার রাফি (২০) নামে এক শিক্ষার্থী জ্বর, শ্বাসকষ্ট কাশি নিয়ে মৃত্যুতে এলাকায় করোনা আতংক বিরাজ করছে। বুধবার পাশ্ববর্তী নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, শ্বাসকষ্ট কাশি এবং পায়ের সমস্যা নিয়ে বুধবার দুপুর ২টার দিকে চিকিৎসা নিতে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। কিন্তু ভর্তি হওয়ার আগেই তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়া হয়। গাড়িতে তোলার আগেই সে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বলিঘর গ্রামের মোঃ মোখলেসুর রহমানের ২য় ছেলে রায়হান সরকার রাফি শ্রীকাইল সরকারি কলেজ থেকে এবছর এইচ এস সি পরীক্ষার্থী ছিলেন।

আর পড়তে পারেন