শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জোর করে আমাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়: সুরেন্দ্র কুমার সিনহা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৯, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাতকারে সাবেক প্রধানবিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, গতবছর আমাকে জোর করে দেশত্যাগে বাধ্য করা হয়েছে। তিনি তার সদ্য প্রকাশিত বইতেও এ ধরনের মন্তব্য করেছেন।

বিবিসি বাংলাকে তিনি বলেন, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। গতবছরের একদিন আমাকে এসে ইন্টেলিজেন্সের লোকরা বলল, আপনাকে বিদেশে চলে যেতে হবে। আমি বললাম আমার কাছে টাকা নেই। তারা বলল, সব ব্যবস্থা হয়ে যাবে। আমি বললাম আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই। তারা বললেন, প্রধানমন্ত্রী আপনার সঙ্গে কথা বলবেন না। আপনাকে চলে যেতে হবে।

সাবেক প্রধান বিচারপতি বলেন, এরপর রাষ্ট্রপতির সঙ্গে আমার দেখা হয়েছে। তিনি কিছু না বললেও পরে আমাকে বলা হল বিচারপতিরা আমার সঙ্গে বিচারকার্যে বসতে চাচ্ছেন না।

আর পড়তে পারেন