শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জেলা তথ্য অফিসের উদ্যোগে বরুড়ায় ২ দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৫, ২০১৮
news-image

প্রেস বিজ্ঞপ্তিঃ

শিশু অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীনে জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে ও উপজেলা প্রশাসন, কুমিল্লা বরুড়ার তত্ত্বাবধানে বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু মেলার উদ্বোধনী, আলোচনা সভা ও স্ংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর । আরো বক্তব্য রাখেন বরুড়া থানা অফিসার ইনচার্জ আজমউদ্দিন মাহমুদ, বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম, বরুড়া উপজেলা সমাজসেবা অফিসার মো: নাঈম আহমেদ, বরুড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা আক্তার ও বরুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল আলী । মেলা উপলক্ষ্যে স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে কুইজ, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আর পড়তে পারেন