শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জীবন পথ কাব্য-মোঃ হাসান মাহমুদ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৭, ২০১৮
news-image

মোঃ হাসান মাহমুদ

হঠাৎ আমি থমকে দাঁড়াই
ফুলের হোঁচটে ঝিরঝির করে পড়ছে হিয়ার রক্ত
সম্পর্কের বাস্তব রূপ ক্ষণে ক্ষণে বাড়িয়ে দেয় কষ্ট
এখন আমি একা হেটে চলি,,,,
কারণ স্ফুটিত আমার স্ফুটমান কলি।
লোকারণ্য এখন লোক শূন্য মনে হয়
অনিশ্চিত আমার পথ সামনে দেখছি পথের ক্ষয়।
আমি থমকে দাঁড়ালে রথ হয়ে আসে না মায়ের ভালোবাসা
আজ ক্ষমতা হারিয়েছে বাবা ভাইয়ের ঘামের ফোঁটা।
সম্পর্কের রতন আজ মিথ্যে কর্তিত মনে হয়
আমি থরথরে কাঁপি হোঁচটে পড়ার ভয়।
তবুও ক্লান্ত মনে নিজ পায়ে হেটে চলি
কারন আমি উপোস মালিনীর স্ফুটিত কলি।
আজ আর হেলেদুলে নয় নই কোনো রথে
চলছি লোকারণ্যের বাস্তব লোকশূণ্য অনিশ্চিত পথে।
হঠাৎ আমি হোঁচটে পড়ি মাঝ পথে, রক্ত পড়ে ঝরঝর
আজ আর আমার হাতটি ধরে না অমৃত রক্ত আমার সহদর।
আশায় আমি পিছনে ফিরে তাকাই বারবার
শূণ্য ঝিঁঝি পথ কেউ নেই আসার, জানি এ পথ শুধুই আমার।
এখন আমি একা হেটে চলি
হোঁচটে হোঁচটে নির্জনে নিজ পথে
এখন আমি ভরসা নেই রক্তে, সম্পর্ক সেতো মিথ্যে,,
ভাসি না সাময়িক কোন সম্পর্কের স্রোতে।
আজ আমি হেটে চলি,,, একা একা নিজ পথে।।