শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় সংসদ নির্বাচনে লাকসাম-মনোহরগঞ্জে প্রার্থী হবার ঘোষণা দিলেন সাবেক এমপি আলমগীর

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৭, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ শিল্প ও কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান মুক্তযুদ্ধকালীন বিএলএফ ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড. এটিএম আলমগীর লাকসামের স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে শনিবার লাকসাম শহরের একটি রেষ্টুরেন্টে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আশা ব্যাক্ত করেন।

সাবেক সংসদ সদস্য এড. এটিএম আলমগীর বলেন ৯১ সালে জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে লাকসাম-মনোহরগঞ্জে বিভিন্নভাবে উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছি এবং জনগণের সেবা করেছি। লাকসাম-মনোহরগঞ্জের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো। তিনি বলেন আমি বিএনপির সাথে ছিলাম, দীর্ঘ ১৭ বছর আমাকে বিএনপির কোন পদে রাখা হয়নি। তিনি বলেন আমি এখনো কোনো দলে যোগদান করিনি। যেহেতু বিএনপির কোন পদে নেই আমি একজন সাবেক এমপি। আমি একজন মুক্তিযুদ্ধা ও বর্তমানে আমি স্বতন্ত্র ব্যক্তি। তবে আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবার জন্য প্রস্তুত বলে জানান। মতবিনিময় সভায় লাকসাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, বর্তমান সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম হীরা, দৈনিক আমার দেশ প্রতিনিধি এমএসআই জসিম, দৈনিক সমকাল প্রতিনিধি নাসির উদ্দিন চৌধুরী, দৈনিক খবর প্রতিনিধি সেলিম চৌধুরী হীরা, দৈনিক আমাদের অর্থনীতি দেবব্রত পাল বাপ্পী, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবদুল মন্নান, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মোজাম্মেল হক আলম, দৈনিক প্রথম কথা আঃ জলিল, বিজয় টিভির ক্যামেরাম্যান জাহিদ প্রমুখ।
এর আগে তিনি লাকসাম মুক্তিযুদ্ধা সংসদে গিয়ে মুক্তিযুদ্ধাদের সাথে মতবিনিময় ও সকলের খোঁজখবর নেন।

আর পড়তে পারেন