শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় শোক দিবসে চাঁদপুরের কমিউনিটি ক্লিনিক গুলোতে বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৬, ২০১৮
news-image

মাসুদ হোসেন, চাঁদপুর :
চাঁদপুরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সদর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষনা অনুযায়ী প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌছে দেওয়ার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক গুলো চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে।উপজেলার ৪৩ টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান পরিদর্শন কালে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক ও শাহমাহমুদপুর ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক গুলোতে প্রচুর রোগীর সমাগম দেখা যায়।

দিনটি সরকারী ছুটির দিন হলেও প্রত্যন্ত গ্রামের দরিদ্র মানুষ জন এই বিশেষ স্বাস্থ্য সেবা নিতে কমিউনিটি ক্লিনিক গুলোতে ভীড়জমান। মৈশাদী ইউনিয়নের হামানকর্দি কমিউনিটি ক্লিনিকে সকাল সাড়ে ৯টায় ইউপি সদস্য সিসি সভাপতি ফারুখ সরকারের সভাপতিত্বে ও সিএইচসিপি শিহাব উদ্দিন পাটওয়ারীর পরিচালনায় এ বিশেষ স্বাস্থ্যসেবা উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মানিক। এসময় উপস্থিত ছিলেন, মৈশাদী ইউপি সচিব আবু বকর মানিক, স্বাস্থ্য পরিদর্শক মোঃ মনির হোসেন তালুকদার, ইউপি সদস্য মোঃ হাকিম গাজী, কালাম বেপারী, জাহেদা বেগম, সাহিদা বেগম, শিল্পী আক্তার প্রমূখ।

আর পড়তে পারেন