বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘জাতিকে নেতৃত্বহীন করতেই জেল হত্যা’ -অধ্যাপক আলী আশরাফ এম.পি

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৪, ২০১৭
news-image

চান্দিনা প্রতিনিধি।।
জেল হত্যা মামলার অন্যতম স্বাক্ষী সাবেক ডেপুটি স্পিকার আলহাজ্ব অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি বলেন- ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর জাতীয় চার নেতাকে জেলের অভ্যন্তরে হত্যা ছিল জাতিকে নেতৃত্বহীন করার মহাপরিকল্পনার অংশ। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র ছিল। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ঈর্শণীয় উন্নয়ন হয়েছে। সারা বিশ্ব অবাক তাকিয়ে রয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।’
শুক্রবার (৩ নভেম্বর) বিকালে চান্দিনার দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ্ উচ্চ বিদ্যালয় মিলনায়তে উপজেলা আওয়ামীলীগ এর উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি এসময় দ্রুত জেল হত্যা মামলার বিচার দাবি করেন। প্রধান অতিথি এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- ‘সবাই ঐক্যবদ্ধ থাকুন। এখনও ষড়যন্ত্র চলছে। এই চান্দিনায় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রয়েছে। তাকে বিদেশ থেকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে যে কোন সময় ষড়যন্ত্রকারীরা সুযোগ নিতে পারে।’
আলোচনা সভায় চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ মো. আইউব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ও এফবিসিসিআই এর সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহেমদ আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, চান্দিনা পৌর মেয়র মো. মফিজুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তৃতা করেন- নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন মাস্টার, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. জামাল উদ্দিন, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. সেলিম ভূইয়া, ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম, মহিচাইল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, স্থানীয়ভাবে ঘোষিত উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. নজরুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক কাজী ইয়াছিন অভি প্রমুখ।

আর পড়তে পারেন