শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জমে ওঠেছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী প্রচার-প্রচারণা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১, ২০২০
news-image

স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ১২ মার্চ বৃহস্পতিবার কুমিল্লা জেলা আইনজীবি সমিতির ২০২০-২০২১ সেশনের ম্যানেজিং কমিটি’র নির্বাচনকে সামনে রেখে জমে ওঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা সকল ভোটারের দোয়া/আর্শিবাদ ও মূল্যবান ভোট প্রত্যাশায় প্রতিদিন রাতে আরামের ঘুম হারাম করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। এ ছাড়াও প্রার্থীদের ক্রমিক নং সম্বলিত লিফলেট বিতরণসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক কিংবা মোবাইল ফোনে ম্যাসেজ দিয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা।

কুমিল্লা জেলা আইনজীবী সমিতি’র অফিস সূত্রে জানা যায়, আসন্ন ১২ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২০-২০২১ সেশনের ম্যানেজিং কমিটি’র নির্বাচনে এ বছর ১৭টি পদে ৩৪জন প্রার্থী লড়াই করবেন। এর মধ্যে কুমিল্লা জেলা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত (আ’লীগ পন্থি) প্রার্থীরা হলেন সভাপতি পদে অ্যাড. আবদুল মমিন ফেরদৌস, সহ-সভাপতি পদে অ্যাড. মোঃ শাহ আলম (১) ও অ্যাড. মোঃ জহিরুল হক, সাধারণ সম্পাদক পদে অ্যাড. মোঃ হারুনর রশিদ, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. খন্দকার মারুফ, ট্রেজারার পদে অ্যাড. মোঃ আব্দুল কাদের (৪), লাইব্রেরী সেক্রেটারি পদে অ্যাড. আনোয়ারুল হক (দীপু), এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্ণিচার সেক্রেটারি পদে অ্যাড. নবেন্দু বিকাশ সর্বাধিকারী (দোলন), সহকারি এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্ণিচার সেক্রেটারি পদে অ্যাড. তাহমিনা মুজাহিদ ও রিক্রিয়েশান, কালচারাল এফেয়ার্স এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি পদে অ্যাড. মোঃ জামিল আহমেদ (রাতুল) এবং মেম্বার অব দি ম্যানেজিং কমিটি পদে অ্যাড. আফরোজ খান মৌসুমী, অ্যাড. মোঃ দিদারুল হক চৌধুরী, অ্যাড. হাসিনা বেগম (নিশি), অ্যাড. মোঃ কামাল হোসাইন (র্মিজা কামাল), অ্যাড. কৌশিক সরকার, অ্যাড. মোহাম্মদ আবু কাউছার ও অ্যাড. সাইফুল ইসলাম।

অন্যদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুমিল্লা ইউনিট মনোনীত (বিএনপি পন্থী) প্রার্থীরা হলেন- সভাপতি পদে অ্যাড. মোঃ শরীফুল ইসলাম, সহ-সভাপতি পদে অ্যাড. মোঃ আব্দুল বারী (২) ও অ্যাড. মোঃ সুলতান আহম্মেদ (৩), সাধারণ সম্পাদক পদে অ্যাড. মোঃ সামছুর রহমান ফারুক, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. মোহাম্মদ তৌহিদুর রহমান, ট্রেজারার পদে অ্যাড. মোঃ জালাল উদ্দিন, লাইব্রেরী সেক্রেটারি পদে অ্যাড. মোঃ তারিকুল ইসলাম মজুমদার (তারেক), এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্ণিচার সেক্রেটারি পদে অ্যাড. মোহাম্মদ এনামুল হক সরকার, সহকারি এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্ণিচার সেক্রেটারি পদে অ্যাড. মোহাম্মদ ইয়াছিন ও রিক্রিয়েশান, কালচারাল এফেয়ার্স এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি পদে অ্যাড. মোঃ মোহাম্মদ বিল্লাল হোসাইন ভূঁইয়া এবং মেম্বার অব দি ম্যানেজিং কমিটি পদে অ্যাড. ফারহানা সেলিম, অ্যাড. মোঃ জামাল হোসাইন, অ্যাড. মোঃ লুৎফুর রহমান (রাজন), অ্যাড. মোহাম্মদ আবু আহমেদ, অ্যাড. মোহাম্মদ মনির হোসাইন, অ্যাড. মোসাম্মদ মাহমুদা খানম্ (শিল্পী) ও অ্যাড. মোঃ সফি উল্ল্যা।

এদিকে, গত ০৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ নেয়ামত উল্লাহ চৌধুরী (জামান) কে আহবায়ক এবং সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মোঃ ইকরাম হোসেন ও এনরোলম্যান্ট সেক্রেটারি অ্যাড. মোঃ শরীফ আহমেদ ভূঁইয়াকে সদস্য করে ০৩ সদস্য বিশিষ্ট ২০২০-২০২১ইং সেশনের নির্বাচন পরিচালনা সাব-কমিটি গঠন করা হয়।

অপরদিকে, জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা সাব-কমিটির আহবায়ক অ্যাড. মোঃ নেয়ামত উল্লাহ চৌধুরী (জামান) জানান- আসন্ন ১২ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য জেলা আইনজীবী সমিতির ২০২০-২০২১ সেশনের ম্যানেজিং কমিটি’র নির্বাচনে ১৭টি পদে ৩৪ জন প্রার্থী লড়াই করবেন। এ বছর ১ হাজার ৯৫ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রয়োগের মাধ্যমে সু-চিন্তিত মতামত প্রকাশ করতে পারবেন বলে আমি আশাবাদী।

গত ১৩ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ হারুনর রশীদ এর স্বাক্ষরিত ২৭ পাতা’র চূড়ান্ত ভোটার তালিকানুসারে জানাযায়- কুমিল্লা বারে ১৯৬২ সনের ৩০ জুন যোগদানকৃত প্রবীণ আইনজীবী বদিউল আলম হচ্ছেন ১০৯৫জন ভোটারের মধ্যে ১ নম্বর ভোটার আর চলতি বছর ৬ জানুয়ারি কুমিল্লা বারে যোগদানকৃত নবীণ আইনজীবী মোহাম্মদ মনিরুল হাসান হচ্ছেন সর্বশেষ ১০৯৫নং ভোটার।

আর পড়তে পারেন