শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

জন্মবার্ষিকী উপলক্ষে হাসন রাজার বাড়িতে নিজের লেখা গান গাইলেন মাহফুজুর রহমান

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২২, ২০২০
news-image

 

বিনোদন ডেস্কঃ

এবার সুনামগঞ্জে গান গাইলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। মরমী কবি ও বাউল শিল্পী হাসন রাজার ১৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়েছেন তিনি। তবে হাসন রাজার গান নয়, তিনি নিজের লেখা একটি গান শ্রোতাদের শুনিয়েছেন।

হাসন রাজার ১৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (২১ ডিসেম্বর) বিকালে সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকায় কবির বাড়ি প্রাঙ্গণে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

হাসন রাজা মিউজিয়াম ট্রাস্ট আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মাহফুজুর রহমান। তিনি করোনার কারণে নয় মাস বন্ধ থাকা হাসন রাজা মিউজিয়াম আবার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ড. মাহফুজুর রহমান বলেন, হাসন রাজাকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। মরমী এ সাধকের আগামী জন্মদিনে সুনামগঞ্জে একটি বড় উৎসব করবেন বলে জানান।

এসময় তাকে হাসন রাজার গান গাওয়ার অনুরোধ জানালে তিনি বলেন, হাসন রাজার কোনো গান আমার মুখস্থ নেই। তবে পরে যখন আসব তখন হাসন রাজার গান গাইব।

এরপর মাহফুজুর রহমান এনটিএন বাংলায় প্রচারিত তার লেখা সিরিয়ালে তার গাওয়া টাইটেল সং ‘স্মৃতির আল্পনা’ গেয়ে শোনান।

আর পড়তে পারেন