শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

জন্মদিনে ভিভিয়ান রিচার্ডসের কাছে মাসাবা ও নীনা গুপ্তা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২২, ২০১৮
news-image

স্পাের্টস ডেস্ক :

বিবাহের পরও প্রবেশাধিকার ছিল না অ্যান্টিগুয়ায়। অভিবাসন দপ্তরের কাজ করার সুবাদে কড়া নজর রাখতেন, নীনা গুপ্তা নামে কোনও মহিলা তাঁদের ছোট দ্বীপরাষ্ট্রে এসে পৌঁছলেন কিনা। যখন ১১ বছর বয়স, তখন থেকে ভিভিয়ান রিচার্ডসের প্রেমে পাগল ছিলেন। দাদার সঙ্গে ফুটবল খেলতেন সে সময় ভিভিয়ান।

সেই সূত্রে পরিচয়। অবশেষে মিরিয়ামকে বিয়ে করে ঘরে তুলেছিলেন অ্যান্টিগুয়ার বিস্ফোরক ব্যাটসম্যান। কিন্তু কিছুদিনের মধ্যেই যখন ভারতীয় অভিনেত্রী নীনা গুপ্তর সঙ্গে তাঁর প্রেমপর্বের ব্যাপারটা জানাজানি হয়ে গিয়েছিল, তখন মিরিয়াম একটাই অনুরোধ করেছিলেন— ‘‌গোটা পৃথিবী ঘোরো নীনার সঙ্গে, কোনও আপত্তি নেই। কিন্তু আমার অ্যান্টিগুয়ায় যেন না আসে। আমি তাহলে আমার দেশবাসীর কাছে ছোট হয়ে যাব।’‌

নীনার সঙ্গেও প্রেমপর্ব বেশিদিন না টিকলেও মাসাবা নামের একটি কন্যাসন্তানের মাধ্যমে তাদের প্রেমে সিলমোহর লেগে গিয়েছিল। এখন সত্যিই যোগাযোগ নেই। নীনা আবার বিয়ে করেছেন। আর স্যর ভিভিয়ান গোটা দুনিয়ায় কবে কোথায় কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, তার কোনও হিসেব নেই। ওয়েস্ট ইন্ডিয়ানদের জীবনে প্রেমের এই চড়াই উতরাই আকছার ঘটে। তেমন ঘটছেও। কিন্তু ৬৬তম জন্মদিনে কন্যা মাসাবা এবং প্রাক্তন প্রেমিকা নীনা যেভাবে দুবাই উড়ে গিয়ে ভিভকে চমকে দিয়েছেন, তা জেনে অনেকেই বিস্মিত।

মা–বাবার পাশে দাঁড়িয়ে ছবি তোলার পর মাসাবা গোটা পৃথিবীকে জানিয়ে দিয়েছেন যে, দুনিয়ার সব বোলারকে ঠান্ডা করে দেওয়ার মতো ব্যাট তাঁর বাবার থাকলেও, এখনও পর্যন্ত অ্যান্ড্রয়েড টেলিফোন কীভাবে ব্যবহার করতে হয় তা ভিভিয়ান রিচার্ডস জানেন না, ‘‌ড্যাডি যে কী, তা বলে বোঝাতে পারব না। এখনও একটা হোয়াটসঅ্যাপ পাঠাতে পারে না।’‌

নীনা গুপ্তার কাছে জানতে চাওয়া হয়েছিল, তারা কোনও বিশেষ উপহার ভিভের জন্য নিয়ে গিয়েছিলেন কিনা। জবাব দিয়েছেন নীনা, ‘‌না, সেভাবে কোনও উপহার আমরা নিয়ে যাইনি। দুবাই গিয়ে জন্মদিনে হঠাৎ শুভেচ্ছা জানানোটাই আমাদের উপহার।’‌ পরের বছরও কি আবার এভাবে স্যর ভিভের জন্মদিনে চমকে দেওয়ার কোনও পরিকল্পনা আছে?‌ হাসতে হাসতে নীনা জবাব দিয়েছেন, ‘‌পরের বছর?‌ হা–হা–হা–হা.‌.‌.‌ কে বলতে পারে আমরা কে কোথায় থাকব?‌ তবে এবার অনেকদিন পর আমাদের পরিবার একসঙ্গে যেভাবে কাটালাম, সেটা একটা অভিজ্ঞতা বটে। গ্রেট ফ্যামিলি রিইউনিয়ন। -আজকাল

আর পড়তে পারেন