বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জনগণের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে সমাজের সকল সমস্যা সমাধান সম্ভব নয় -পুলিশ সুপার আনোয়ার হোসেন

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২২, ২০১৮
news-image

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগর ঃ
ব্রা‏‏‏হ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের আয়োজনে রবিবার থানা চত্বরে স্থানীয় সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, হেফাজতে ইসলাম ও হিন্দু নেতৃবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত হলো জঙ্গি ও মাদক প্রতিরোধমূলক ওপেন হাউজ ডে অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রা‏হ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন খান বিপিএম।

নবীনগর থানার ওসি আসলাম সিকদারের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) রাজু আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরক্তি পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট শিব শংকর দাস, উপজেলা আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন চৌধুরী শাহান, আইনজীবি সমিতির সভাপতি সুজিত কুমার দেব, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল রোমান, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আমীরুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় সদস্য মাওলানা মেহেদী হাসান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজন্ত কুমার ভদ্র প্রমুখ।

এ সময় পুলিশ সুপার আনোয়ার হোসেন খান তাঁর বক্তব্যে বলেন, সাধারণ জনগণের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে সমাজের সকল সমস্যা সমাধান সম্ভব নয়। তাই আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করছি।

আর পড়তে পারেন