শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ছোট্ট বেলায়- নাসির ফরহাদ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৬, ২০১৮
news-image

ঘাস ফড়িংকে ধরতে গিয়ে
হারিয়ে যেতাম দূর বনে,
বনের মাঝে খরগোশ দেখে
দাড়িয়ে যেতাম চুম মনে।

খরগোশগুলো কান উচিয়ে
পালিয়ে যেত ভৌদোড়ে,
হন্যে হয়ে দৌড় দিতাম এক
পা চালিয়ে রাস্তার মোড়ে।

ফড়িং, খরগোশ না পেয়ে তো
কাঁন্না আসতো চোখ ভরে,
বাবা আমায় ফুসলাতো খুব
বাসতো ভালো গান করে।

টাকা দিতো ঘড়ি দিতো
আর যেন না কান্দিঁ,
এমন করেই বাসতো ভালো
আমায় বাবা প্রাণ’দি।

আর পড়তে পারেন