মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ছিদ্দিকুর রহমানকে স্বেচ্ছায় ১টি চোখ দান করার প্রতিশ্র“তি দিলেন শিক্ষক সুজন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৮, ২০১৭
news-image

 

সিদ্দিকুর রহমান নয়ন, শাহরাস্তি ঃ

কলেজ ছাত্র ছিদ্দিকুর রহমানকে নিজের একটি চোখ দান করার কথা বলেছেন মানবাধিকার সংস্থার (টটঐজইঋ) চট্টগ্রাম বিভাগের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সিনিয়র ভাইস-চেয়ারম্যান প্রভাষক খন্দকার মুহাম্মদ শামসুল আলম সুজন । তবে এর আগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চান সুজন।

সুজন বলেছেন, দেশ ও জাতির স্বার্থে মানুষের বাস্তব সমস্যার আলোকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমাদের হৃদয়ের অনুভূতিগুলি একজন সচেতন নাগরিক ও মানবাধিকার কর্মী হিসেবে সরাসরি আমি বলতে চাই। দেশে অনৈতিক ও অমানবিক যা হচ্ছে তার অবসান চাই। আমি আমার ভাই ইঞ্জি.খন্দকার শাহপরানকে হারালাম (হত্যাকান্ডের স্বীকার হলো) কিন্তু আর কাউকে আমার মতো আপনজন হারাতে দেয়া যাবেনা। আমার একটা চোখের বিনিময়ে দেশের ১৭ কোটি মানুষের বিবেক নাড়া দিয়ে যদি মাতৃভূমিতে জঙ্গি, সন্ত্রাস, গুম, খুণ, ধর্ষণ, মাদক, রাজনৈতিক হয়রানি, নারী ও শিশু নির্যাতন, অশুভ পেশী শক্তির রাজনীতি, ভূমিদস্যুতাসহ সকল অপরাধ কর্মের চির অবসান ঘটে তাহলে একজন সচেতন মানবাধিকার কর্মী ও দেশের নাগরিক হিসেবে নিজকে ধন্য মনে করবো। আমার আগ্রহের কথা ছিদ্দিকুর রহমানসহ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পৌঁছাতে দেশপ্রেমিক সকল গণমাধ্যমকে বিনীতভাবে অনুরোধ করছি। আমার দু’টি সুস্থ্য চোখ থাকতে অধিকার আদায় করতে আন্দোলনকারী একজন মেধাবী ছাত্র চিরতরে অন্ধ থাকবে তা হতে পারেনা। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা বিবেচনা করে আমাকে তাঁর সাথে

আর পড়তে পারেন