শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ছাত্রলীগ কর্মীদের হামলায় আহত চৌদ্দগ্রামের যুবলীগ নেতা হাবিবুর রহমানের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩, ২০১৭
news-image

 

বেলাল হোসাইনঃ

স্থানীয় ছাত্রলীগ কর্মীদের হামলায় আহত হয়ে দীর্ঘ ১১দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুকেই বরণ করে নিলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের যুবলীগ নেতা হাবিবুর রহমান। গত সোমবার রাত আনুমানিক ১১ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হাবিব উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের আতাকরা গ্রামের মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের পুত্র ও ইউনিয়ন যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।
নিহতের ভগ্নিপতি মফিজুর রহমান জানান, সোমবার সকাল থেকেই হাবিবুরের অবস্থা খারাপের দিকে যায়। রাত ১১ ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সাজ্জাদ হাবিবুরকে মৃত ঘোষনা করেন।
উল্লেখ্য গত ২২ সেপ্টেম্বর শুক্রবার রাতে ইউনিয়নের নারানকরা এলাকায় হাবিবুর রহমানকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় একই ইউনিয়নের বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী। দেবরের উপর হামলার ঘটনায় আহতের ভাবি হাজেরা বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১২/১৫ বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মামলার আসামিরা হলো; ইউনিয়নের দক্ষিণ সোনাপুর গ্রামের আলী এরশাদের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুল ইসলাম আজাদ, একই গ্রামের আলী আকাব্বরের ছেলে মো. ইয়াছিন, পাশ^বর্তী কোদালিয়া গ্রামের মো. জয়নালের ছেলে ছালেহ আহমেদ সুবজ ও খিল্লাপাড়া গ্রামের মৃত তিতা মিয়ার ছেলে মো. কাসেম।

 

 

আর পড়তে পারেন