শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চ্যাম্পিয়নস লিগে কঠিন গ্রুপে পড়েছে বার্সা-রিয়াল

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩০, ২০১৯
news-image

স্পোর্টস ডেস্কঃ

২০১৯-২০ মৌসুমের জন্য চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত হলো। যেখানে কঠিন গ্রুপেই পড়েছে বার্সেলোনা। স্প্যানিশ জায়ান্টদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও স্বস্তিতে নেই। তবে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে ইংলিশ তিন ক্লাব লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও চেলসি।

মোনাকোতে বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে ইউরোপা সেরার এই ড্র অনুষ্ঠিত হয়।

নিচে ৩২ দলের ৮টি গ্রুপ দেওয়া হলো:

গ্রুপ ‘এ’: পিএসজি, রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রুজ, গালাতাসারাই

গ্রুপ ‘বি’: বায়ার্ন মিউনিখ, টটেনহ্যাম হটস্পার, অলিম্পিয়াকোস, রেড স্টার বেলগ্রেড

গ্রুপ ‘সি’: ম্যানচেস্টার সিটি, শাখতার দোনেৎস্ক, দিনামো জাগরেভ, আতালান্তা

গ্রুপ ‘ডি’: জুভেন্টাস, অ্যাতলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুজেন, লোকোমোতিভ মস্কো

গ্রুপ ‘ই’: লিভারপুল, নাপোলি, সালসবুর্ক, হেঙ্ক

গ্রুপ ‘এফ’: বার্সেলোনা, বুরুসিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান, স্লাভিয়া প্রাহা

গ্রুপ ‘জি’: জেনিত সেন্ট পিটার্সবার্গ, বেনফিকা, অলিম্পিক লিওঁ, লাইপজিগ

গ্রুপ ‘এইচ’: চেলসি, আয়াক্স, ভ্যালেন্সিয়া, লিল

আর পড়তে পারেন