শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির পরিচিতি সমাবেশ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২১, ২০১৮
news-image

প্রেস বিজ্ঞপ্তিঃ
ব্যাংকিং সেক্টরে কর্মরত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম’র কৃতিসন্তান তথা কর্মকর্তাদের সমন্বয়ে নবগঠিত সংগঠন চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (সিবিএস)’র পরিচিতি সমাবেশ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর পুষ্পধাম কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মাইন উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শহিদ উল্লাহ এফসিএ’র সার্বিক তত্বাবধানে, সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার হাবিব মহসিন সুধন’র পরিচালনায় এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট কাজী ইলিয়াছ’র সঞ্চালনায় দিন ব্যাপী এ অনুষ্ঠানে প্রায় দু’শতাধিক ব্যাংক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক জাকির হোসেন চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারি জোনের উপ-পুলিশ কমিশনার ফরিদ উদ্দিন আহমেদ, সাউথ ইস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নুরুদ্দিন এম ছাদেক হোসেন, শাহজালাল ইসলামিব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আশফাকুল হক লিটু, এনসিসি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ-আল-কাফিম জুমদার, ঢাকা ব্যাংক সিকিউরিটি জের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী এফসিএ, জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক নুরুল ইসলাম মজুমদার, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. শাহজাহান, কৃষি ব্যাংকের মোয়াজ্জেম হোসেন, অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আগা আজিজুল ইসলাম, ইসলামী ব্যংকের প্রিন্সিপাল অফিসার আহসান উল্লাহ, অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক গোলাম মোস্তফা, প্রাইম ব্যাংকের এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট আফসানা কিশোয়ার, আমাদের চৌদ্দগ্রাম’র সম্পাদক আবু তাহের, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ম্যানেজার আবদুল মান্নান ও ইসলামী ব্যাংকের মোস্তাক আহমেদ প্রমুখ।

বক্তাগণ তাদের বক্তব্যে, চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটিকে ব্যাংকিং সেক্টর তথা চৌদ্দগ্রামের উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ডে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের সদস্যগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ঐক্য-ভ্রাতৃত্ব, সোহার্দ্য, পেশাগত উন্নয়ন, সহযোগিতার মনোভাব ও মানবসেবার ব্রত নিয়ে সামনে এগিয়ে যাবার আহ্বান জানান। সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় অরাজনৈতিক সেবামূলক পেশাজীবি সংগঠন হিসাবে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি তার অভিষ্ট লক্ষ্য অর্জনে সামনে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সবশেষে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।

চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (সিবিএস)’র ইতিপূর্বে গঠিত কার্যকরি কমিটি নিম্নরুপ:
সভাপতি :মাইন উদ্দিন আহমেদ (মহাব্যবস্থাপক, বাংলাদেশ ব্যাংক); সহ-সভাপতি :নুরুদ্দিন এম ছাদেক হোসেন (সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সাউথইস্ট ব্যাংক); সহ-সভাপতি :রিয়াদ মাহমুদ চৌধুরী (সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ইস্টার্ন ব্যাংক); সাধারণ সম্পাদক : মোহাম্মদ শহিদ উল্লাহ এফসিএ (সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ডাচ বাংলা ব্যাংক); যুগ্ম-সাধারণ সম্পাদক :আবদুল্লাহ-আল-কাফি মজুমদার (এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, এনসিসি ব্যাংক); যুগ্ম-সাধারণ সম্পাদক : মোহাম্মদ আলী, এফসিএ (প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ); অর্থ সম্পাদক : মো. নুরুল ইসলাম মজুমদার (উপ-মহাব্যবস্থাপক, জনতা ব্যাংক); সহ-অর্থ সম্পাদক : মোঃ আবদুল মতিন রিজভী (উপ-মহাব্যবস্থাপক, বাংলাদেশ সমবায় ব্যাংক); সাংগঠনিক সম্পাদক :হাবিব মহসিন সুধন (সিনিয়র অফিসার, পূবালী ব্যাংক); সহ-সাংগঠনিক সম্পাদক : মো. কামরুজ্জামান সোহেল (প্রিন্সিপাল অফিসার, পূবালী ব্যাংক); সহ-সাংগঠনিক সম্পাদক : এ.জে.এ. বাহাউদ্দিন নোমান (সিনিয়র অফিসার, পূবালী ব্যাংক); প্রচার, প্রকাশনা, গণসংযোগ সম্পাদক : কাজী বেলাল হোসেন (সিনিয়র অফিসার, জনতা ব্যাংক); আন্তর্জাতিক সম্পাদক : মোঃ জয়নাল আবেদিন (যুগ্ম-পরিচালক, বাংলাদেশ ব্যাংক); তথ্য ও প্রযুক্তি সম্পাদক : কাজী ইলিয়াছ (এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট, আল আরাফাহ ইসলামী ব্যাংক); সমাজকল্যাণ সম্পাদক : একে এম শহীদুল হক খন্দকার (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ইসলামী ব্যাংক); সহ-সমাজকল্যাণ সম্পাদক : মো. শাহজাহান, ভাইস প্রেসিডেন্ট, আল আরাফাহ ইসলামী ব্যাংক); মহিলা বিষয়ক সম্পাদক :আফসানা কিশোয়ার (এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট, প্রাইম ব্যাংক); দপ্তর সম্পাদক : মোস্তাক আহমেদ (অফিসার, ইসলামী ব্যাংক); কার্যকরী সদস্য : মোহাম্মদ কামরুল আলম সিদ্দিকি (সহকারি মহাব্যবস্থাপক, সোনালী ব্যাংক); কার্যকরী সদস্য : নুরুল আমিন (সহকারি মহাব্যবস্থাপক, উত্তরা ব্যাংক); কার্যকরী সদস্য : মোজাহারুল ইসলাম চৌধুরী (ফার্স্ট এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট, আল আরাফাহ ইসলামী ব্যাংক); কার্যকরী সদস্য : মো. আগা আজিজুর রহমান (সিনিয়র প্রিন্সিপাল অফিসার, অগ্রণী ব্যাংক); ও ২৩. কার্যকরী সদস্য : স্বপন কুমার দাস (ফার্স্ট এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট, মার্কেন্টাইল ব্যাংক)

আর পড়তে পারেন