বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রাম বাজারে কম্পিউটার সেন্টারের ২টি ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ জিনিস চুরি

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৮, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে উপরের টিনকেটে একটি কম্পিউটার সেন্টারের ২টি ল্যাপটপ, ১টি প্রিন্টার, ১টি কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে চোরচক্র।

রবিবার (১৭ই ডিসেম্বর) আনুমানিক গভীর রাতে চৌদ্দগ্রাম বাজারের মক্রম আলী মার্কেটের এবি কম্পিউটার সেন্টার নামক দোকানে উক্ত চুরির ঘটনাটি ঘটে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পোষ্ট ই-সেন্টারের অধীনস্থ কম্পিউটার সেন্টারের প্রোপাইটর বেলাল হোসাইন।

মার্কেটের ব্যবসায়ী ও সাংবাদিক বেলাল হোসাইন জানান, প্রতিদিনের ন্যায় সোমবার সকাল ৯.৩০ ঘটিকায় দোকানের কম্পিউটার প্রশিক্ষক মনছুর আহমেদ দোকানের শার্টার খুলে দেখেন পশ্চিম কর্ণারের উপরের টিন কাটা। এসময় দোকানের ভিতরের টেবিলের তালা ভাঙ্গা দেখা যায় এবং কম্পিউটার টেবিলের উপর পিসির ১টি বাক্স ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষনিক দোকানে প্রবেশ করে দেখা যায় টেবিলের ড্রয়ারের তালা ভেঙ্গে ড্রয়ারে থাকা পোষ্ট ই-সেন্টারের ২টি ল্যাপটপ (কোরআই ৫), ১টি এইচপি প্রিন্টার ও নিজস্ব ১টি পিসির মাদারবোর্ডসহ গুরুত্বপূর্ণ জিনিষ চুরি করে নিয়ে গেছে চোরচক্র। এ ঘটনায় প্রশিক্ষক মনছুর আশেপাশের ব্যবসায়ীদের খবর দিলে ব্যবসায়ীরা দোকানে প্রবেশ করে দেখেন দোকানের গুরুত্বপূর্ণ আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

আর পড়তে পারেন