বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ২টি ইউনিয়ন ও ৪টি স্কুল, কলেজ, মাদ্রাসা ছাত্রলীগের কমিটি গঠন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৩, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ২টি ইউনিয়ন, ৪টি স্কুল, কলেজ ও মাদ্রাসা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়েছে।

গত ২০ জুলাই চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের প্যাডে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. তৌফিকুল ইসলাম সবুজ এবং ৭জন যুগ্ন আহবায়কের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এসব কমিটি অনুমোদন প্রদান করা হয়।

ইউনিয়ন কমিটির মধ্যে মুন্সিরহাট ইউনিয়নে মোঃ মাসুদ রানাকে(আনন্দপুর) সভাপতি ও মোঃ মাসুদ রানাকে (বারাইশ) সাধারন সম্পাদক এবং রবিউল হক সুজনকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। ঘোলপাশা ইউনিয়নে এনামুল হক পিন্টুকে (সৈয়দপুর) সভাপতি, বেলাল হোসেন রকিকে (আমানগন্ডা) সাধারন সম্পাদক এবং মোঃ মাছুম বিল্লাহকে সাংগঠনিক সম্পাদক (জুগিরখিল) করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষিত হয়। কলেজ শাখার মধ্যে কাশিনগর ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের কমিটিতে ফজলুর রহমান সেলিমকে সভাপতি এবং সাইফুল ইসলাম শাকিলকে সাধারন সম্পাদক করা হয়। এই কমিটির সদস্য ১২জন। গুনবতী ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগে আলাউদ্দিন মজুমদারকে সভাপতি এবং জাহিদুল ইসলাম নাইমকে সাধারন সম্পাদক করে ২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। গুনবতী ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার কমিটিতে মোঃ দেলোয়ার হোসেনকে সভাপতি ও জহিরুল ইসলাম ইমনকে সাধারন সম্পাদক করে ২ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। কাশিনগর আলিম মাদ্রাসা ছাত্রলীগের কমিটিতে মোঃ মহিউদ্দিনকে সভাপতি এবং কামরুল হাসানকে সাধারন সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। উল্লেখিত ৬টি কমিটিকে ঘোষিত তারিখ থেকে আগামী ৭ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট স্ব-স্ব শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনার নির্দেশনা প্রদান করে উপজেলা ছাত্রলীগ।

আর পড়তে পারেন