শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ১২৩ বোতল ফেন্সীডিল ও একটি মোটর সাইকেল আটক করেছে পুলিশ

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৭, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় আজ বুধবার রাতে ৩নং কালিকাপুর ইউনিয়নের সীমান্তবর্তী বদর পুর এলাকায় ১২৩ বোতল ফেন্সীডিল ও একটি মোটর সাইকেল আটক করেছে থানা পুলিশ।

জানা যায়, বর্তমান সরকারের মাদক বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় বদর পুর গ্রামের যুব সমাজের উদ্যোগে এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় এসময় মোটর সাইকেল যোগে ১২৩ বোতল ফেন্সীডিল নেয়ার সময় স্থানীয় যুবসমাজের লোকজন ধাওয়া করলে মাদক ব্যাবসায়ীরা মোটর সাইকেল পেলে পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে মোটর সাইকেল ও ফেন্সীডিল উদ্ধার করে।

এবিষয়ে ৩নং কালিকাপুর ইউপি চেয়ারম্যান মাহাবুব হোসেন মজুমদার জানান, মাদক বিরোধী অভিযান সব সময় চলবে আমরা চাই মাদক মুক্ত সমাজ এবং যারা মাদকের সাথে জড়িত থাকবে আমি আশা করি আইন সৃংখলা বাহিনী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে।
এবিষয়ে এএসপি সার্কেল মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ১২৩ বোতল ফেন্সীডিল ও একটি মোটর সাইকেল উদ্ধার করেছি। এবং মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আর পড়তে পারেন